গভীর রাতে হাসতে চাইলে হাসতে পারেন!!!-২১
***
: বাবা, তুমি কোন ক্লাশে পড়? :ক্লাশ সেভেন সেকেন্ড ইয়ার। : এটা আবার কেমন ক্লাশ? : আমি সেভেনে দুই বছর পড়ছি তো তাই। *** শিক্ষক : গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো । কিছুক্ষন পর- ছাত্র : স্যার আমার আঁকা শেষ । শিক্ষক : (ধমক দিয়ে ) আমি আঁকতে বলেছি গরুঘাস খায়, আর তুমি শুধু গরু এঁকেছ কেন? ছাত্র : গরু সব ঘাস খেয়ে ফেলেছে স্যার । *** এক নিরক্ষর বৃদ্ধ এক লোককে অনুরোধ করলেন পোস্টকার্ডে ছেলের কাছে কিছু একটা লিখে দিতে। লোকটি বললেন, ঠিক আছে, কার কাছে চিঠি লিখবে হবে বলেন? বৃদ্ধ নাম-ঠিকানা দিয়ে বললেন, লিখুন_ বাবা ছলিম, আশীর্বাদ নিও। এটা লেখার পর লোকটি বললেন, আর কিছু? বৃদ্ধঃ একটা পুনশ্চ লিখে দেন, হাতের লেখা বাজে হলো বলে কিছু মনে করো না। *** কন্ট্রাক্টর ভাড়া সংগ্রহ করা সময় ঘুমন্ত এক যাত্রীকে সজাগ করে বলল, ভাড়া দিন। কোথা থেকে উঠেছেন? সজাগ হয়ে যাত্রী বলল: ঘুম থেকে উঠেছি। *** বিচারক : এতো বড় ঘোড়াটাকে চুরি করে নিয়ে গেলে কি করে ? চোর : ঘোড়াটাই তো আমাকে পিঠে করে নিয়ে গেল হুজুর!!!
0 comments
Post a Comment