Like us on Facebook

Powered By bloggadda

Wednesday, June 30, 2010

রেফারির ভুল শুধরে দেবে প্রযুক্তি অন্যান্য অনেক খেলার মাঠে প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও ফুটবলের ক্ষেত্রে শুধু মানুষের বিচারবুদ্ধির উপর নির্ভর করতে হতো৷ অবশেষে ফিফা’র মনোভাব বদলাতে চলেছে৷ এবারের ২০১০ বিশ্বকাপে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অভাব নেই৷ গোলপোস্টের মধ্যে বল সত্যি ঢুকলো কি না, রেফারি অফসাইড দেখেও দেখলেন না, ফাউল হলো কি না – এমন অনেক দৃশ্য আমরা বার বার টেলিভিশনের পর্দায় দেখে অবাক হই৷ কিন্তু মাঠে রেফারির চোখের সামনে টেলিভিশনের পর্দা থাকে না – অ্যাকশন রিপ্লে দেখার উপায় নেই৷ তাঁর এই অসহায় অবস্থা কাটাতে অবশেষে প্রযুক্তির সাহায্য নিতে প্রস্তুত ফিফা৷ ফিফা'র মনোভাবের এই আচমকা পরিবর্তনের পেছনে রয়েছে ইংল্যান্ড ও মেক্সিকোর অভিযোগ৷ দুটি টিমকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে৷ তাদের রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে৷ ফিফা'র প্রেসিডেন্ট সেপ ব্লাটার আশ্বাস দিয়েছেন, ম্যাচে ভিডিও প্রযুক্তির প্রয়োগ নিয়ে ফিফা আবার আলোচনা শুরু করবে৷ শুধু গোলপোস্ট বা বিভিন্ন কোন থেকে তোলা ভিডিও দৃশ্য নয়, মাঠে রেফারির শক্তি বাড়াতে বলের মধ্যে ইলেকট্রনিক চিপ বসানোর প্রস্তাবের কথাও শোনা যাচ্ছে৷ বল গোলপোস্টের ভেতর ঢুকলেই গোলপোস্টের সেন্সর তা ধরে ফেলবে৷ এভাবে ভুলভ্রান্তির সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব হবে৷ আইস-হকির মতো খেলায় ইতিমধ্যেই প্রযুক্তির প্রয়োগের ফলে রেফারির ভুল সিদ্ধান্তের ঘটনা বেশ কমে এসেছে৷ সূত্রঃ ডয়চে ভেলে'র ওয়েবসাইট

0 comments