এই বর্ষায় আসুন প্রেমের গল্প লিখি।
এই বর্ষায় আসুন একটা প্রেমের গল্প লিখি। সেই প্রেমের গল্পগুলো নিয়ে একটা লিটল ম্যাগ-কেমন হয় বলুন তো। যদিও আগের বারের লিটলম্যাগ বের করতে পারি নাই। কিন্তু এর ব্যার্থতা যে কার। নতুন ব্লগের কাজ শুরু হওয়ার ফলে এডিটিং প্যানেলের কারুর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আবার সেই লিটলম্যাগ এডিটিং প্যানেলের অনেকেই ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় কাজ আর আগায় নি। কিন্তু এই বর্ষার আগমনে আবারো মনে পড়লো সেই লিটলম্যাগের কথা। তবে এবার ঝামেলা অনেক কমিয়ে। এবার এডিটিং প্যানেলে আপাতত কেউ থাকছে না। লেখা জমা পড়ার পরে একটা এডিটিং প্যানেল ঘোষণা হবে। এবং শ্রাবণের শুরুতেই আমরা সেই লিটলম্যাগ বের করতে পারার আশা রাখি।
কেবল প্রেমের গল্প নিয়ে হবে এই লিটলম্যাগ। সবাই লিখতে শুরু করে দিন। ২৫ আষাঢ় লেখা জমা দেয়ার শেষ তারিখ। সর্বোচ্চ ৮০০ শব্দের গল্প লিখে পাঠাবেন। লেখা ব্লগে পোস্ট দিবেন না। গল্প সরাসরি মেইল করবেন bloggadda@gmail.com এই ঠিকানায়। লেখা মেইল করার পরে এই পোস্টে বা নিজে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিবেন যে আপনিও লেখা জমা দিয়েছেন।
* লেখাটি অপ্রকাশিত হতে হবে।
* লেখা পাঠানোর শেষ তারিখ ২৫ আষাঢ়।
আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই এই পোস্টে জানাবেন।এই বর্ষায় আসুন একটা প্রেমের গল্প লিখি। সেই প্রেমের গল্পগুলো নিয়ে একটা লিটল ম্যাগ-কেমন হয় বলুন তো। যদিও আগের বারের লিটলম্যাগ বের করতে পারি নাই। কিন্তু এর ব্যার্থতা যে কার। নতুন ব্লগের কাজ শুরু হওয়ার ফলে এডিটিং প্যানেলের কারুর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আবার সেই লিটলম্যাগ এডিটিং প্যানেলের অনেকেই ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় কাজ আর আগায় নি। কিন্তু এই বর্ষার আগমনে আবারো মনে পড়লো সেই লিটলম্যাগের কথা। তবে এবার ঝামেলা অনেক কমিয়ে। এবার এডিটিং প্যানেলে আপাতত কেউ থাকছে না। লেখা জমা পড়ার পরে একটা এডিটিং প্যানেল ঘোষণা হবে। এবং শ্রাবণের শুরুতেই আমরা সেই লিটলম্যাগ বের করতে পারার আশা রাখি।
কেবল প্রেমের গল্প নিয়ে হবে এই লিটলম্যাগ। সবাই লিখতে শুরু করে দিন। ২৫ আষাঢ় লেখা জমা দেয়ার শেষ তারিখ। সর্বোচ্চ ৮০০ শব্দের গল্প লিখে পাঠাবেন। লেখা ব্লগে পোস্ট দিবেন না। গল্প সরাসরি মেইল করবেন bloggadda@gmail.com এই ঠিকানায়। লেখা মেইল করার পরে এই পোস্টে বা নিজে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিবেন যে আপনিও লেখা জমা দিয়েছেন।
* লেখাটি অপ্রকাশিত হতে হবে।
* লেখা পাঠানোর শেষ তারিখ ২৫ আষাঢ়।
আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই এই পোস্টে জানাবেন।
0 comments
Post a Comment