Like us on Facebook

Powered By bloggadda

Wednesday, June 30, 2010

সেদ্ধ আলু থেকে বিদ্যুৎ !!!


সম্প্রতি সেদ্ধ আলু দিয়ে তৈরি ব্যাটারি থেকে সাশ্রয়ী বিদ্যুৎ তৈরির কথা জানিয়েছেন গবেষকরা। জানা গেছে, সেদ্ধ আলু দিয়ে তৈরি ব্যাটারি থেকে পাওয়া বিদ্যুৎ বর্তমান বাজারের সাধারণ ব্যাটারির তুলনায় তুলনায় ৫ থেকে ৫০ গুণ সাশ্রয়ী হবে। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এ বিদ্যুৎ তৈরি করেছেন জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির গবেষকরা। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেরোসিন বাতির তুলনায় আলুর ব্যাটারি থেকে পাওয়া বিদ্যুৎ ৬ গুণ সাশ্রয়ী।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘রিনিউঅ্যাবল অ্যান্ড সাসটেইনেবল’ সাময়িকীতে।
এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরো জানিয়েছেন, জিংক এবং কপার তড়িৎদ্বারের সঙ্গে এক টুকরো সাধারণ আলু দিয়েই তৈরি করা যায় এ ব্যাটারি। আর সাধারণ কাঁচা আলুর চেয়ে সেদ্ধ আলুতে ব্যাটারির ক্ষমতা অনেক বেড়ে যায়।
রিসার্চ ভেডেলপমেন্ট কোম্পানি ইশাম এর প্রধান নির্বাহী ইয়াকভ মিশলিন মন্তব্য করেছেন, ‘সহজ এবং প্রাকৃতিক
উপায়ে বিদ্যুৎ উৎপাদন উন্নয়নশীল বিশ্বের মানুষের উপকারে আসবে’।

তথ্য সুত্র

0 comments