Like us on Facebook

Powered By bloggadda

Wednesday, June 30, 2010

গভীর রাতে হাসতে চাইলে হাসতে পারেন!!!-২১



***
: বাবা, তুমি কোন ক্লাশে পড়? :ক্লাশ সেভেন সেকেন্ড ইয়ার। : এটা আবার কেমন ক্লাশ? : আমি সেভেনে দুই বছর পড়ছি তো তাই। *** শিক্ষক : গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো । কিছুক্ষন পর- ছাত্র : স্যার আমার আঁকা শেষ । শিক্ষক : (ধমক দিয়ে ) আমি আঁকতে বলেছি গরুঘাস খায়, আর তুমি শুধু গরু এঁকেছ কেন? ছাত্র : গরু সব ঘাস খেয়ে ফেলেছে স্যার । *** এক নিরক্ষর বৃদ্ধ এক লোককে অনুরোধ করলেন পোস্টকার্ডে ছেলের কাছে কিছু একটা লিখে দিতে। লোকটি বললেন, ঠিক আছে, কার কাছে চিঠি লিখবে হবে বলেন? বৃদ্ধ নাম-ঠিকানা দিয়ে বললেন, লিখুন_ বাবা ছলিম, আশীর্বাদ নিও। এটা লেখার পর লোকটি বললেন, আর কিছু? বৃদ্ধঃ একটা পুনশ্চ লিখে দেন, হাতের লেখা বাজে হলো বলে কিছু মনে করো না। *** কন্ট্রাক্টর ভাড়া সংগ্রহ করা সময় ঘুমন্ত এক যাত্রীকে সজাগ করে বলল, ভাড়া দিন। কোথা থেকে উঠেছেন? সজাগ হয়ে যাত্রী বলল: ঘুম থেকে উঠেছি। *** বিচারক : এতো বড় ঘোড়াটাকে চুরি করে নিয়ে গেলে কি করে ? চোর : ঘোড়াটাই তো আমাকে পিঠে করে নিয়ে গেল হুজুর!!!
Continue Reading »
রেফারির ভুল শুধরে দেবে প্রযুক্তি অন্যান্য অনেক খেলার মাঠে প্রযুক্তির সহায়তা নেওয়া হলেও ফুটবলের ক্ষেত্রে শুধু মানুষের বিচারবুদ্ধির উপর নির্ভর করতে হতো৷ অবশেষে ফিফা’র মনোভাব বদলাতে চলেছে৷ এবারের ২০১০ বিশ্বকাপে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অভাব নেই৷ গোলপোস্টের মধ্যে বল সত্যি ঢুকলো কি না, রেফারি অফসাইড দেখেও দেখলেন না, ফাউল হলো কি না – এমন অনেক দৃশ্য আমরা বার বার টেলিভিশনের পর্দায় দেখে অবাক হই৷ কিন্তু মাঠে রেফারির চোখের সামনে টেলিভিশনের পর্দা থাকে না – অ্যাকশন রিপ্লে দেখার উপায় নেই৷ তাঁর এই অসহায় অবস্থা কাটাতে অবশেষে প্রযুক্তির সাহায্য নিতে প্রস্তুত ফিফা৷ ফিফা'র মনোভাবের এই আচমকা পরিবর্তনের পেছনে রয়েছে ইংল্যান্ড ও মেক্সিকোর অভিযোগ৷ দুটি টিমকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে৷ তাদের রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে৷ ফিফা'র প্রেসিডেন্ট সেপ ব্লাটার আশ্বাস দিয়েছেন, ম্যাচে ভিডিও প্রযুক্তির প্রয়োগ নিয়ে ফিফা আবার আলোচনা শুরু করবে৷ শুধু গোলপোস্ট বা বিভিন্ন কোন থেকে তোলা ভিডিও দৃশ্য নয়, মাঠে রেফারির শক্তি বাড়াতে বলের মধ্যে ইলেকট্রনিক চিপ বসানোর প্রস্তাবের কথাও শোনা যাচ্ছে৷ বল গোলপোস্টের ভেতর ঢুকলেই গোলপোস্টের সেন্সর তা ধরে ফেলবে৷ এভাবে ভুলভ্রান্তির সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব হবে৷ আইস-হকির মতো খেলায় ইতিমধ্যেই প্রযুক্তির প্রয়োগের ফলে রেফারির ভুল সিদ্ধান্তের ঘটনা বেশ কমে এসেছে৷ সূত্রঃ ডয়চে ভেলে'র ওয়েবসাইট
Continue Reading »

গুডবাই বাফানা


বিভিন্ন কারণে এবছরের বিশ্বকাপের জন্য আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা সারা বিশ্বে নিন্দিত হয়ে আসছে। আসর বসতেই বিতর্ক উঠলো ভুভুজালা নিয়ে। এরপর গঠিত হলো স্পেশাল বিশ্বকাপ আদালত, তুচ্ছ অপরাধে বিদেশি সমর্থকদের মাত্র ২০ মিনিটের বিচারে ৬ মাস থেকে ১৫ বছর মেয়াদী জেলদন্ড দেয়া শুরু হলো। সবশেষ যে কারণে দক্ষিণ আফ্রিকা নিন্দিত হবে তা হলো এটাই প্রথম বিশ্বকাপের আসর যেখানে স্বাগতিকরা প্রথম রাউন্ডের গন্ডি পেরোতে পারেনি।

আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দলটিকে সেদেশে আদর করে ডাকা হয় 'বাফানা বাফানা'। দক্ষিণপূর্ব আফ্রিকার নুনি (gnuni) সম্প্রদায়ের ভাষায় 'বাফানা' শব্দের অর্থ 'বালক', বহুবচনে 'বাফানা বাফানা' (বালকেরা)। গতকালই বাফানা বাফানা বিদায় নিলো বিশ্বকাপ আসর থেকে। মনে মনে 'গুডবাই বাফানা বাফানা' বলতে গিয়েই মনে পড়লো 'গুডবাই বাফানা' ছবিটির কথা।

আপনাদের অনেকেই দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইড-এর কথা জানলেও দূরদেশের অতীত ইতিহাস হিসাবে জেনেছেন। ১৯৪৮ সনে এই বর্ণবাদী অ্যাপার্থাইড-এর সূচনা। এর মাধ্যমে সংখ্যালঘু শ্বেতাঙ্গ ইমিগ্র্যান্টরা অশ্বেতাঙ্গদের সব ধরণের নাগরিক ও মানবিক সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিলো ৪৬ বছর। বহু অশ্বেতাঙ্গ দুর্বিষহ সশ্রম জীবন কাটিয়েছেন কারান্তরালে। অশ্বেতাঙ্গদের ভোটের অধিকার ছিলোনা, সম্পত্তির মালিকানার অধিকার ছিলোনা, বেড়াবার মত জায়গা যা আছে কোথাও যাবার অধিকার ছিলো না; পাস ছাড়া ঘরের বাইরে বেরুবার অধিকার ছিলো না; প্রায় বিনা মজুরীতে শ্বেতাঙ্গদের জন্য শ্রম দিতে হতো; কারণে অকারণে পুলিশি নির্যাতন চলতো; হত্যাকান্ড ছিলো সাধারণ ব্যাপার।



অশ্বেতাঙ্গদের দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা, পরবর্তী সময়ে দেশের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তাঁকে নির্জন কারাবাস করতে হয়েছে টানা ২৭ বছর। স্থানীয় ভাষা জানা থাকার সুবাদে শ্বেতাঙ্গ কারারক্ষী জেমস গ্রেগরীকে নিয়োজিত করা হয় মেন্ডেলার তত্ত্বাবধানের জন্য। ১৯৯৪ সালে মেন্ডেলার মুক্তির দিন পর্যন্ত বিশ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। মেন্ডেলার সংস্পর্শে এসে এই কট্টর বর্ণবাদী গ্রেগরী আমূল বদলে যান। এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে 'গুডবাই বাফানা' ছবিটি।

আপনাদের ভালো লাগতে পারে ছবিটি।

গুডবাই বাফানা (২০০৭) ট্রেলার

টরেন্ট থেকে নামান
Continue Reading »

সাবধান, সুন্দরীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর !!



সুন্দরী রমনীদের অতি বিনয়ের সাথে বলছি, এই লেখার কোন অংশই আমার অনুর্বর মস্তিষ্ক থেকে নয়। পুরুষদের বিশেষ সতর্কীকরণ বার্তা দিয়ে স্পেনের একদল গবেষকদের এই অম্ল-মধুর গবেষণাটি আমি ভাষান্তর করে শব্দ বিন্যাস করেছি মাত্র। তাই শিরোনাম দেখেই কিংবা পুরো লেখাটি পড়ে আপনাদের মনে যদি কোন ক্ষোভের উদয় তাহলে ঐ গবেষক ব্যাটাদের উপর ঝাড়ুন, প্রয়োজনে আমি আপনাদের সাথেই আছি। ভাষান্তর করতে যেয়ে অজ্ঞতা বসত যদি কোন অংশ বিবর্ণ বা অতিরঞ্জিত হয়ে যায় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে এইবার মূল কাহিনীতে যাওয়া যাক, লজ্জা জনক ব্যপার হলেও অনেকাংশেই এটা সত্য যে সুন্দরী ললনাদের দেখলেই আড়চোখে তাকিয়ে থাকা পুরুষের পুরোনা অভ্যাসের একটি। তার উপরে যদি সেই ললনাটি যদি একটু বেশি মাত্রায় সুন্দরী হয়ে থাকেন, তাহলে লাজ-লজ্জা হজম করে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেও দেখা যায় অনেক রক্ষণশীল পুরুষকেও। এই সব মানসিকতার পুরুষদের বলছি সাবধান, সুন্দরীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর !!!
বিশ্বাস করুন আর নাই করুন স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি বলছেন, আকর্ষনীয় নারীর সান্নিধ্যে আসলে পুরুষের মধ্যে মানসিক চাপ ক্রমাগত বাড়তে থাকে। এমনকি এই চাপ বাড়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ারও যতেষ্ট আশঙ্কা রয়েছে ! তাঁদের কথায়, একজন পুরুষ সুন্দরী নারীর পাশে পাঁচ মিনিট বসলেই নাকি পুরুষের মধ্যে মানসিক চাপ তরতর করে বৃদ্ধি পায়। যা শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের প্রবাহকে জ্যামিতিক হারে বাড়িয়ে দেয়। আর বিপত্তিটা বাধে সেখানেই। এই হরমোনের বাড়তি প্রবাহ হৃদযন্ত্রের নানা রোগের জন্য হরহামেশা প্ররোচনা দিয়ে থাকে। অবশ্য গবেষকরা অন্য একটি বার্তায় ঢাক ঢোল পিটিয়ে বলেছেন, পুরুষদের মধ্যে যারা নারীদের কাছ থেকে সবসময় দূরে থাকতে ভালোবাসেন তাদের জন্য সুন্দরীরা একটু বেশি ক্ষতিকর। ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, ৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের উপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। এসব স্বেচ্ছাসেবীদের ভিন্ন ভিন্ন সময়ে এককভাবে একটি কক্ষে বসিয়ে সুডোকু পাজল এর সমাধান করতে বলা হয়। এসময় অনাকাংখিত ভাবে অপরিচিত সুন্দরী এক নারীকে ঢুকিয়ে দেয়া হয় সেই কক্ষে। আর তাতেই নাকি অনেকের শরীরে কোট্রিসল এর প্রবাহ বেড়ে যায়। কিন্তু নারীর স্থলে কোন পুরুষ ঐ কক্ষে ঢুকলে স্বেচ্ছাসেবী পুরুষদের মধ্যে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি।গবেষকরা আরো বলছেন, অল্প বয়সী সুন্দরী নারী আশেপাশে দেখলে অধিকাংশ পুরুষ-ই প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য খুব কম সংখ্যক পুরুষই সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন।
উল্লেখ্য যে, শরীরে পরিমিত মাত্রায় কোট্রিসলের প্রবাহ ক্ষতিকর নয়। বরং তা মানুষের কর্মক্ষমতা বাড়াতে সহযোগিতা করে ৷ কিন্তু অতিমাত্রায় কোট্রিসলের প্রবাহ হৃদযন্ত্রের ক্ষতি থেকে শুরু করে ডায়াবেটিস এমনকি পুরুষকে নপুংসক পর্যন্ত করে ফেলতে পারে। তাই, যথা সম্ভব সুন্দরীদের এড়িয়ে চলাই স্বাস্থ্যের পক্ষে মঙ্গল জনক।

দয়া করে এই লেখাটি পড়ুন আর একটি বার ভাবুন।
Continue Reading »

সেদ্ধ আলু থেকে বিদ্যুৎ !!!


সম্প্রতি সেদ্ধ আলু দিয়ে তৈরি ব্যাটারি থেকে সাশ্রয়ী বিদ্যুৎ তৈরির কথা জানিয়েছেন গবেষকরা। জানা গেছে, সেদ্ধ আলু দিয়ে তৈরি ব্যাটারি থেকে পাওয়া বিদ্যুৎ বর্তমান বাজারের সাধারণ ব্যাটারির তুলনায় তুলনায় ৫ থেকে ৫০ গুণ সাশ্রয়ী হবে। খবর রয়টার্সের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এ বিদ্যুৎ তৈরি করেছেন জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির গবেষকরা। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেরোসিন বাতির তুলনায় আলুর ব্যাটারি থেকে পাওয়া বিদ্যুৎ ৬ গুণ সাশ্রয়ী।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘রিনিউঅ্যাবল অ্যান্ড সাসটেইনেবল’ সাময়িকীতে।
এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরো জানিয়েছেন, জিংক এবং কপার তড়িৎদ্বারের সঙ্গে এক টুকরো সাধারণ আলু দিয়েই তৈরি করা যায় এ ব্যাটারি। আর সাধারণ কাঁচা আলুর চেয়ে সেদ্ধ আলুতে ব্যাটারির ক্ষমতা অনেক বেড়ে যায়।
রিসার্চ ভেডেলপমেন্ট কোম্পানি ইশাম এর প্রধান নির্বাহী ইয়াকভ মিশলিন মন্তব্য করেছেন, ‘সহজ এবং প্রাকৃতিক
উপায়ে বিদ্যুৎ উৎপাদন উন্নয়নশীল বিশ্বের মানুষের উপকারে আসবে’।

তথ্য সুত্র
Continue Reading »

এই বর্ষায় আসুন প্রেমের গল্প লিখি।




এই বর্ষায় আসুন একটা প্রেমের গল্প লিখি। সেই প্রেমের গল্পগুলো নিয়ে একটা লিটল ম্যাগ-কেমন হয় বলুন তো। যদিও আগের বারের লিটলম্যাগ বের করতে পারি নাই। কিন্তু এর ব্যার্থতা যে কার। নতুন ব্লগের কাজ শুরু হওয়ার ফলে এডিটিং প্যানেলের কারুর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আবার সেই লিটলম্যাগ এডিটিং প্যানেলের অনেকেই ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় কাজ আর আগায় নি। কিন্তু এই বর্ষার আগমনে আবারো মনে পড়লো সেই লিটলম্যাগের কথা। তবে এবার ঝামেলা অনেক কমিয়ে। এবার এডিটিং প্যানেলে আপাতত কেউ থাকছে না। লেখা জমা পড়ার পরে একটা এডিটিং প্যানেল ঘোষণা হবে। এবং শ্রাবণের শুরুতেই আমরা সেই লিটলম্যাগ বের করতে পারার আশা রাখি।

কেবল প্রেমের গল্প নিয়ে হবে এই লিটলম্যাগ। সবাই লিখতে শুরু করে দিন। ২৫ আষাঢ় লেখা জমা দেয়ার শেষ তারিখ। সর্বোচ্চ ৮০০ শব্দের গল্প লিখে পাঠাবেন। লেখা ব্লগে পোস্ট দিবেন না। গল্প সরাসরি মেইল করবেন bloggadda@gmail.com এই ঠিকানায়। লেখা মেইল করার পরে এই পোস্টে বা নিজে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিবেন যে আপনিও লেখা জমা দিয়েছেন।

* লেখাটি অপ্রকাশিত হতে হবে।
* লেখা পাঠানোর শেষ তারিখ ২৫ আষাঢ়।
আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই এই পোস্টে জানাবেন।এই বর্ষায় আসুন একটা প্রেমের গল্প লিখি। সেই প্রেমের গল্পগুলো নিয়ে একটা লিটল ম্যাগ-কেমন হয় বলুন তো। যদিও আগের বারের লিটলম্যাগ বের করতে পারি নাই। কিন্তু এর ব্যার্থতা যে কার। নতুন ব্লগের কাজ শুরু হওয়ার ফলে এডিটিং প্যানেলের কারুর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আবার সেই লিটলম্যাগ এডিটিং প্যানেলের অনেকেই ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় কাজ আর আগায় নি। কিন্তু এই বর্ষার আগমনে আবারো মনে পড়লো সেই লিটলম্যাগের কথা। তবে এবার ঝামেলা অনেক কমিয়ে। এবার এডিটিং প্যানেলে আপাতত কেউ থাকছে না। লেখা জমা পড়ার পরে একটা এডিটিং প্যানেল ঘোষণা হবে। এবং শ্রাবণের শুরুতেই আমরা সেই লিটলম্যাগ বের করতে পারার আশা রাখি।

কেবল প্রেমের গল্প নিয়ে হবে এই লিটলম্যাগ। সবাই লিখতে শুরু করে দিন। ২৫ আষাঢ় লেখা জমা দেয়ার শেষ তারিখ। সর্বোচ্চ ৮০০ শব্দের গল্প লিখে পাঠাবেন। লেখা ব্লগে পোস্ট দিবেন না। গল্প সরাসরি মেইল করবেন bloggadda@gmail.com এই ঠিকানায়। লেখা মেইল করার পরে এই পোস্টে বা নিজে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিবেন যে আপনিও লেখা জমা দিয়েছেন।

* লেখাটি অপ্রকাশিত হতে হবে।
* লেখা পাঠানোর শেষ তারিখ ২৫ আষাঢ়।
আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই এই পোস্টে জানাবেন।
Continue Reading »

fifa

Continue Reading »

Tuesday, June 29, 2010

every thing is better when..................................
Continue Reading »