সমর্থক হওয়া ভাল তাই বলে অন্ধ সমর্থক নয়
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খুব বাজে পারফর্মান্সের কারনেই হেরে গেছে।কিন্তু গতকাল থেকে আমাদের এই প্রিয় ব্লগে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে আওয়ামীলীগ বিএনপি সম্পর্ক।যা আমাদের কাম্য নয়।আমরা ব্লগে এসেছি পর কে আপণ আর দূরকে নিকট করতেই।ভীন দেশী দলের সাপোর্টার হিসেবে একে অন্যের অনুভুতিতে ঘা মারতে নয়।আর যে কথা না বললে নয় তা হল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে প্রায় দিয়ে দিচ্ছিল ঘানা।দূর্ভাগ্য ক্রমে তারা হেরে গেছে।অথচ আমরা আজো বিশ্বকাপের মাঠে পা রাখার যোগ্যতা অর্জণ করতে পারলামনা।ষোল কোটির নয় কোটি মানুষের মধ্যে থেকে বের হলনা বাইশ খানা পা! কি লজ্জা!
তাই আসুন আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক হয়ে চুলোচুলি কিংবা একে অপরকে কথার বানে জর্জরিত না করে আমরা বরং সবাই একই সঙ্গে গলা মিলিয়ে হাত পা ছুঁড়ে কাঁদি।
0 comments
Post a Comment