Like us on Facebook

Powered By bloggadda

Saturday, July 17, 2010


রম্যগল্পঃ এটা আপনার জন্য নয়



বিশাল ডিপার্টমেণ্টাল ষ্টোরটির কাউণ্টারে গিয়ে দাঁড়াতেই দৃষ্টি কেড়ে নিল ওপাশের তাকে ঝোলানো চকচকে রামদাখানি। দেখেই বোঝা যায়, বেশ ধারাল। বিদ্যুতের আলোয় রীতিমতো ঝলকাচ্ছে ইস্পাতের চওড়া ব্লেড। ঝুলানো অবস্থায় নিঃসন্দেহে সেটি একখানা মনোহর বস্তু; কিন্তু কেন-জানি যন্ত্রটিকে ভয় পেতে শুরু করলাম আমি। ‘ভাই, করছেন কী’, আতংক গোপন থাকল না আমার কণ্ঠে, ‘এমন একটা সাংঘাতিক হাতিয়ার এভাবে প্রকাশ্যে ঝুলায়ে রাখছেন...!’

‘এটা আপনার জন্য নয়,’ দোকানদারের গলার স্বর গম্ভীর। ক্রুর চোখে আমার দিকে এক পলক তাকিয়ে কী যেন ভাবল লোকটা, রামদাটা নামিয়ে আনল র‌্যাক থেকে--দুই হাতে শক্ত করে ধরে হঠাৎ নাকের সামনে এসে বিকটভাবে ঘোরাতে শুরু করল ধারাল যণ্ত্রটা।

নিশ্চয় মজা করতে ভালবাসে লোকটা। কিন্তু এরকম একটি অনুমানের উপর ভরসা করে নিশ্চল থাকা বুদ্ধিমানের কাজ নয়। কায়দা করে একটা স্টিলের তাকের আড়ালে চটপট গুটিয়ে নিলাম নিজেকে, অন্ততঃ ভুলবশত আহত হবার সম্ভাবনাটুকু এখন আর থাকল না। এক মূহুর্ত... মনে হলো, ব্যথিত হয়েছে দোকানদার আমার আচরণে; কিন্তু নিমিষেই বদলে যেতে দেখলাম লোকটার অভিব্যক্তি--ক্রোধ ভর করেছে তার দৃষ্টিতে। এতক্ষণে ভালভাবে খেয়াল করলাম লোকটাকে। বিশাল দেহ; আস্ত একটা ষাড়ের মতো দেখাচ্ছে তাকে--উদভ্রান্ত চেহারা; চোখের মণি দু'টো লাল, ঠিকরে বেরিয়ে আসবে যেন এখুনি। নির্ঘাত ক্ষেপেছে লোকটা আজ আমার উপর। কিন্তু প্রাণপণে সেলসম্যানসুলভ আচরণ ধরে রাখল সে, নিজেকে সংযত করল। রামদাটা আস্তে করে কাউণ্টারের উপর রেখে হিস হিস করে বলল, ‘কইলামই তো, এইডা আপনার জন্য না!’

রামদার গায়ে মনে হলো কিছু লেখা আছে, ঝুঁকে তাকাতে যেতেই লোকটা খামচি দিয়ে সেটা তুলে নিল। কিন্তু ততোক্ষণে যা দেখার আমি দেখে ফেলেছি। হাতিয়ারটির চওড়া ব্লেডে গাঢ় কালিতে লেখা, ‘এটা আপনার জন্য নয়। এটা শুধু গরুদের জন্য।’

হা হা করে হাসতে শুরু করল লোকটা আমাকে বোকার মতো তাকাতে দেখে, উন্মত্তের মতো রামদা ঘোরাচ্ছে--সাঁই সাঁই শব্দ উঠল বাতাসে। ছিটকে বেরিয়ে এলাম আমি দোকান থেকে, দোকানদারের হাসি তাড়া করে ফিরল আমাকে অনেকক্ষণ। ভয়ে কলজে কাঁপছিল আমার, আর নিজেকে কেবলই স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিলাম এই বলে, বউ যে কথায় কথায় আমাকে গরু ডাকে, এই কথা আর কেউ জানে না।
Continue Reading »

যদি মেয়েদের মন পেতে চাও, যদি ছেলেদের মন পেতে চাও



ভাই আসুন কোচিং ক্লাসে ভর্ত্তি হন নয়তো জীবন বরবাদ হয়ে যাবে । বিশ্ববিদ্যালয়/মেডিকেল/বুয়েট যেই কোচিংই করেন না কেনো কোনো লাভ হবে না । আখেরাতে ভাল ফল পেতে হলে এখানে চলে আসুন ।
হালার পুতে এসব কয় কি, মাইয়াগো মন পাইতে অইলে কোচিং করা লাগবো ? বদমাইসটা কয় কী ? এই পোলাগো মন পাইতে হইলে কোচিং করা লাগবো ? না ভাই, না বইন - মাইন্ড কইরেন না, মাইয়ারাও মানূষ, পোলারাও মানুষ। তাগো মন বইলা কিছু একটা আছে। তবে হেই মনডা পাইতে অইলে এই কোচিংএ ভর্ত্তি অইতে অইবো । কারন মাইয়াগো মন জটিল, কুটিল, রুক্ষ , শুস্ক , আবহাওয়ার মতো, পোলাগো – হালারাতো বেকুব, মন আছে নাকি ? কখন কি রকম হইবো কোনো হালায় বলবার পারবো না । ভাই, কতো টাকা কতো পয়সা অকারনে চলে যায়, মন পাইতে খরচ করলে আখেরাতে পাওয়া যায় । দেরি কইরেন না, সিট লিমিটেড ।



প্রিয় পাঠক, কিছুদিন পূর্বে লাইফ স্টাইল ট্রেইনিং সম্পর্কে জানতে যেয়ে এমন একটি বই পেয়েছিলাম, যার নাম হলো – প্রিয়তমার মন পাওয়ার ১০১ টি উপায় । ইংরেজী থেকে বাংলায় টিপস গুলো নিয়ে চলুন জেনে নেই ।
টিপস্ : ১
1. যদি প্রেম করে থাকেন তবে প্রেমিকাকে নিয়ে অবশ্যই মাঝে মধ্যে বাহিরে খেতে বের হবেন। যদি ব্যাপারটা রাতের ডিনার হয় তাহলে খুবই ভালো হয়। এতে করে আপনি আপনার ভালোবাসার মানুষটির খুব কাছাকাছি আসতে পারবেন। সামাজিকতা, প্রেমের শিষ্ঠাচার রক্ষার্থে শুধু আপনার ভালোবাসার মানুষটির হাতদুটো নিজের হাতে তুলে নিন, চোখে চোখে রেখে বলুন আমি তোমাকে অনেক ভালোবাসি । প্লিজ, এভাবে একটু তাকিয়ে থাকুন, মনে হবে সত্যিইতো প্রেম স্বর্গীয়, ভালোবাসা অমর। আজ ছুটির দিনটি হোক আপনার ভালোবাসার মানুষটির জন্য। আজ তাকে একটু সময় দিন, একটু প্রশংসা করুন ভালো কাজগুলোর, তার সেবায় একটু যত্নবান হন, আজ ভালোবাসার মানুষটি হচ্ছে আপনার গেষ্ট আর আপনি হোস্ট।

প্রেম হারিয়ে গেলেও মূহুত্বের এ ভাবনাটুকু ভেবে কাটিয়ে দিতে পারেন সারা জীবন। সত্যজিতের অপুর সংসার ছবির অপুর চরিত্রটি দেখুন, প্রেম নিয়ে আরেকটু হয়তো ভেবে নিতে পারবেন।
মানুষের প্রেম ও ভালোবাসা, বিশ্বাস, ঘনিষ্টতা ইত্যাদি নিয়ে খুব ভালো ধরনের কিছু গবেষনা পেপার পড়ার ও কাজ করার সুযোগ আমার হয়েছিলো। তখন থেকেই জানতে পেরেছি প্রেম ও ভালোবাসার মূল শক্তি কোথায়? উদাহরন : চোখের দেখায় কেনো শুধু কোনো একজনকে ভালো লেগে যায় ? কিছুক্ষন চোখে চোখ রাখলে কেনো শরীরের রসায়নে এতো পরিবর্তন হয়। যে মেয়েটি বিয়ের পূর্বে কোনো এক সন্ধায় টিএসসি তে রাস্তার পাশে বসে বলেছিলো – তোমাকে ছাড়া আমি আর বাচবো না, কখোনো জরিয়ে ধরে কিছুটা ভালোবাসাও দিয়েছিলো, যে মেয়েটি মাঝরাতে আপনাকে ফোন করলে হাটে্র বিট কমে যেতো সেই মেয়েটি কিনা বিয়ের ৩ মাসের মধ্যে দ্রুত পরিবর্তন হয়ে গেলো। জীবনের এ পর্যায়ে এসে কোনো হিসেব আর মিলছে না। শুধু গানের কলি গুলো বার বার সত্য হয়ে যায় – আজ দুজনার দুটি পথ ........। এরকম হওয়ার দায়ভার কিন্তু একজন বিবাহিত ছেলে ও মেয়ে উভয়ের। মন সবসময় ভালোবাসায় বৈচিত্র খোজে, একগেয়েমি প্রেম, ভালোবাসা মনও মানতে চায়না। মনের প্রেম ও ভালোবাসার সব কিছুর মূলে রয়েছে অক্সিটোসিন নামক একধরনের হরমোন। পুরুষ ও মহিলাদের কিংবা নারী ও পুরুষের শরীরের ভালোবাসার হরমোন হলো অক্সিটোসিন। বিয়ের পুর্বে যখন দুজন দুজনকে খুব কাছে পেতেন তখন প্রতিটি দিনই ছিলো মনের কাছেও ছিলো নিত্য নুতন, সেজন্য মনের মধ্যে অক্সিটোসিন হরমোনের ঝড় উঠতো, মন থেকে বূলেটের মতো বের হয়ে আসতো, তোমাকে ছাড়া আমি আর বাচবো না। কিন্তু বিয়ের পর আজ দুজন যখন খুব কাছাকাছি থাকেন তখন গতানুগতিক, পূর্বের ন্যায় ভালোবাসায় মন উদ্ধিপ্ত হয় না, শরীরে, ব্রেইনে, রক্তে অক্সিটোসিনের ঢেউ ওঠে না। প্রেম আজ নিরস, রং নেই, ভালোবাসা নেই। অক্সিটোসিন হচ্ছে লাভ হরমোন । অক্সিটোসিন হচ্ছে বেইমান হরমোন। প্রেমিক-প্রেমিকার শরীরে একই সময়ে এই হরমোন তৈরী হলে ভালোবাসা চরমে উঠে। প্রেমিক-প্রেমিকার শরীরে একই সময়ে এই হরমোন তৈরী না হলে, ভালোবাসা তৈরী হবে না। দুজন দুজনকে গ্রহন করার প্রশ্নই উঠে না। বরং অবস্থা ভয়বহ রুপ নেয় যেমন: আজ দুজনার দুটি পথ, দুটি ঘাট, দুটি বেড............। সেজন্য বলি অক্সিটোসিন হচ্ছে বেইমান হরমোন । ধরুন, প্রেমিকের শরীরে, ব্রেইনে, রক্তে অক্সিটোসিনের আজ ঢেউ উঠেছে কিন্তু কি দূর্ভাগ্য ঠিক ওই সময়ে প্রেমিকার শরীরে, ব্রেইনে, রক্তে অক্সিটোসিনের ঢেউ উঠেনি। তাহলে আজ প্রেমিকের সাথে প্রেমিকার মিলন হবে না। কারন প্রেমিকার মন আজ সাড়া দিবে না। স্বামী আজ স্ত্রীকে কাছে পেতে চাইলেও হবে না কাছে পাওয়া।



কারন স্ত্রীর শরীরে, ব্রেইনে, রক্তে অক্সিটোসিনের ঢেউ নেই। সূতরাং কোনো সাড়া পা্ওয়া যাবে না। ভালোবাসা হবে না। এভাবেই আমাদের অজান্তেই শুরু হয়ে যায় স্বামী-স্ত্রী কোলহ, ডির্ভোস, খুনাখুনি, এসিড নিক্ষেপ, হত্যা, লাশ এবং লাশ। ভালোবাসার মানুষটির হাতে হয় ভালোবাসার মানুষটির লাশ । ২০১০ সালে জূলাই পর্যন্ত সারা দেশে কতোজন প্রেমিকের হাতে প্রেমিকা খুন হয়েছে, স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে তার তথ্য নিয়ে দেখুন হিসেবটা এক জায়গায়। ভেরি সিম্পল, ভালোবাসা নেই। সূতরাং হত্যার করার দায়ে বিচার করবেন কোনো লাভ হবে না। মানূষকে ভালোবাসার কলাকৌশল শেখাতে হবে। প্রেমিককে কিভাবে ভালবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালবাসতে হবে । এ হচ্ছে সর্বোজনীন শিক্ষা। আমাদের দেশে এক অদ্ভুত নিয়মরে ভাই, ছেলেদের দাড়ি মোচ গজালেই বিয়ে আর মেয়েদের মাসিক শুরু না হতেই বিয়ে। এরই মধ্যে জানাই হয়ে উঠে না ভালোবাসার রহস্যের মূলকথা।
প্রিয় পাঠক, বলুন কোনো প্রশ্ন আছে, কোনো সন্দেহ, কোনো বক্তব্য।


টিপস্ : ২
২. প্রেমিকাকে, আপনার মনের মানূষটিকে বিয়ের পূর্বে এবং বিশেষ করে বিয়ের পর ভালোবাসা দিয়ে আনন্দিত করুন, সারপ্রাইজ দিন, ভালোবাসায় নান্দনিকতার প্রয়োগ দেখানোর চেষ্টা করুন । আপনার একটু স্নেহে আপনার মনের মানুষটির মনে প্রেমের আগুন তৈরী হবে।আপনার অনুপস্থিতিতে আপনার মনের মানুষটি আপনাকে নিয়ে গর্ব করবে, বলবে এ মানুষটিকে না পেলে হয়তো জীবনটাকেই অপরিপূর্ণ মনে হতো। বিয়ের পূর্বে এবং বিশেষ করে বিয়ের পর দাম্পত্য জীবনে রোমান্স, প্রেম, ভালোবাসা সৃষ্টির জন্য একটু ক্রিয়েটিভিটি দেখান, জীবন অর্থবহ হয়ে উঠবে। এক ঘেয়েমি পরিহার করুন, শরীরের ভাষা বুঝতে হবে। মন এক ঘেয়েমি পছন্দ করে না। সূতরাং সাবধান হন। নয়তো ভালোবাসার হরমোন অক্সিটোসিন দানব হয়ে সব ভালোবাসা রূখে দাড়াবে।
প্রিয় পাঠক, আপনারা যদি চান তবে রেফারেন্স সহ ১০১ টি টিপস্ নিয়ে লিখতে চাই, বিশ্লেষন থাকবে আশা করছি, মতের অমিল হলে বলুন, তথ্য থাকলে জানাবেন।। শুভেচ্ছা রইলো।
Toshiba Satellite L505-GS5037 TruBrite 15.6-Inch Laptop (Black)
Continue Reading »

Monday, July 12, 2010

Continue Reading »

Monday, July 5, 2010


Each summer, we take to the great outdoors for cookouts, ball games, camping trips and a slew of other fun activities. No other season has more opportunities for enjoying the weather with friends. Social events abound and movie blockbusters rake in the cash. I think it’s even a law that Adam Sandler and Will Smith are required to put out a movie each summer. As great as summer is, it can’t all be bikinis and long island ice teas. There are a few negative things about the season that no matter how hard we to try to avoid, will return each year.
7 Bugs

Continue Reading »

Beloe solntse pustini (The White Sun of the Desert), 1970

Action

Synopsis

Dubbed ‘the first Russian western,’ this movie is set in an unnamed Central Asian republic at the end of the civil war. Sukhov, a sturdy but caring soldier of the Red Army is returning home to his beloved wife, but is drawn into a stand-off with a local gang headed by cruel war chief Abdullah. Sukhov is to watch over Abdullah’s nine wives, whom the bandit abandoned while fleeing from hunting troops. But eventually the lonely hero has to fight the whole gang, as Abdullah re-appears in the town.

Trivia

–This movie is said to bring good luck to Russian cosmonauts. They always watch it prior to blast off.
–The Russian customs service plans to fund the creation of a monument to one of the movie’s characters, Vereschagin. While confronting Abdullah, who is trying to flee abroad, he says a well-known phrase: “I don’t take bribes, I just feel hurt for the country.”
–One of the bandits, a tsarist non-com, is wearing a katana instead of a traditional sabre.
Continue Reading »

Sunday, July 4, 2010

Hot Paraguayan fan Larissa Riquelme will run naked in the streets

Paraguayan model Larissa Riquelme
World Cup babe and Paraguayan super fan Larissa Riquelme has finally spoken. The woman whose scantily clad body has appeared in every newspaper, sports site and blog around the world revealed this nugget of information. If her home country of Paraguay wins the World Cup, she will run naked in the streets or as she gently put it; “my body painted with the colors of Paraguay”.
PHOTOS: Paraguayan babe at World Cup invents the “Cell Phone Bra”
Immediately every heterosexual male around the globe did two things
-Displayed their Paraguayan flag outside their home with pride
-Bought a direct flight to Asuncion for the day of the World Cup Final
By the way, this girl is a genius. She essentially used the World Cup (and her heaving breasts for that matter) for free advertising. Considering FIFA’s strict rules on what they deemed, “gorilla marketing” techniques, it’s a wonder how their band of Gestapo haven’t outlawed cameramen from taking pictures of her.
PHOTOS: The ultimate guide to the sexy fans of the World Cup nations
Speaking of, here’s more photos of her from the Paraguayan win over Japan yesterday.
Continue Reading »

Paris Hilton arrested and released at World Cup


Paris Hilton, hotel heiress and sex tape star, thought her trip to the World Cup would just include soccer and a few libations with friends.
What she got instead was some marijuana and a couple of overzealous South African police.
Hilton was detained after officials said she was caught “red handed” with weed. But it appears it wasn’t hers.
Hey guys, there’s a lot of crazy rumors going around. Just want you all to know the truth. Everything is completely fine. I was not charged or arrested, cause I didn’t do anything. I was assisting the police with the investigation and answering their questions. Everyone was super nice and friendly to me.
Can we all just agree that South African security probably have more pressing matters than a little ganja during a soccer game? I mean, vuvuzela violence is up 500% in the last week, there’s been at least 1000 more cases of AIDS since the World Cup started and we’re concerned with stopping women from flashing their breasts?
Priorities people. Priorities.

Continue Reading »

Spy ring Russians to appear in US court

Source: Telegraph
Spy ring Russians to appear in US court One other defendant has already been denied bail, and an 11th suspect has jumped bail in Cyprus.
Hearings were set for federal courts in New York, Boston and Alexandria, Va., for all but one of the 10 people arrested over the weekend by federal authorities in the United States.
Continue Reading »

Where It All Begins: Our Educational Headwaters

Columbia headwaters  One of the things I am is a historian. Done the time in the library. Read the original materials. Got the degree. So I tend to take a longer term view of things that people who haven't spent years studying events from hundreds or thousands of years ago do. I also have this tendency to ask annoying questions, like 'where did that come from?' 'when did we start doing that?' 'why did we start doing that?' It bothers me when people don't ask those questions. (Points to whoever tells me who said "A beginning is a very delicate time")
One of the things that also really bothers me (cause I know you were wondering) is when people think they're historians too just because they have the history channel or because they had a history class in college. That's why this kind of crap from the Texas School Board seriously pisses me off no end.  All that is a disclaimer of sorts. I'm no teacher, although I have taught. So I'm kind of going to ignore my own warnings here and just present some ideas on the topic of education.
There are two things that are spurring me on here (three really). The first is that I currently am a paying customer of the U.S. K-12 system (I have a kid in the 5th grade). Why this spurs me on should be obvious. My son is going into the 5th grade next year and I've already seen his curriculum grind to halt to make sure that everyone had time to study for the MSAs. He also sits in a classroom at a desk but more about that in the next paragraph. ;-)
 The second thing is a presentation that Gary Woodill (@gwoodill) from Brandon Hall Research did titled Old-classroom   "The History of Classrooms as Learning Technology" back in August of 2009. I know Gary was nice enough to share those slides with me from that webinar, I don't know if he has them available elsewhere online but they're excellent and I hope he can make them available.
Now books like "Teachers and Machines: The Classroom Use of Technology Since 1920" are great at looking at the history of technology (radio, TV, etc) in the classroom but fail to appreciate the classroom itself as a piece of technology, as a tool, as a tool designed to accomplish a purpose. Remember that old joke about the little kid being shown around somewhere like Colonial Williamsburg? Her parents have to explain what everything is, the blacksmith, a loom, etc, until they come to the classroom. There the girl feels right at home...because nothing has changed.
When we look at a hammer, we see pretty clearly what it's purpose is. The beauty of Gary's presentation is that it forces us to look at the classroom as a tool. As a tool designed to accomplish a purpose. Failing to look at the classroom itself as a tool and to consider for what purpose that tool was created is a failing of perspective we can't afford. Why? Because we're starting to do things like create virtual worlds with virtual classrooms in them. Why? Why are teaching adults in classrooms?
Tyger Tyger, burning bright, 
In the forests of the night; 
What immortal hand or eye,
Could frame thy fearful symmetry? 1
We should ask what hand created technology like the classroom. What eye framed its "fearful symmetry" (see picture above for fearful symmetry)? Why? Because the classroom has become such a dominant metaphor not only in K-12 education but in Higher Ed and even in our adult training...even in our virtual worlds. In one sense (please see sign at the top of this post), the classroom represents the headwaters of our experience with education and training. The even deeper tragedy is that its not just the classroom we're blindly propagating...its other ideas which are being seriously challenged like No Child Left Behind and its offspring 'teaching to the test.'
If our sons and daughters are struggling with "No Child Left Behind" then imagine their surprise when they get into the corporate world and find our main operating principle with regard to training could be "No Adult Left Behind." Boy, we have got teaching to the test down to a science don't we? So if classrooms are harbingers because they are where we start our experiences, then look at how some of these systems are doing. You have Bill Gates talking to the National Governors Association in 2005 and saying:
"America’s high schools are obsolete.   By obsolete, I don’t just mean that our high schools are broken, flawed, and under-funded – though a case could be made for every one of those points.   By obsolete, I mean that our high schools – even when they’re working exactly as designed – cannot teach our kids what they need to know today. Training the workforce of tomorrow with the high schools of today is like trying to teach kids about today’s computers on a 50-year-old mainframe. It’s the wrong tool for the times."(1,2)
Ironically enough, one of the most powerful recent voices to critique the current system and the associated reform attempts has been Diane Ravitch in "The Death and Life of the Great American School System: How Testing and Choice Are Undermining Education." The Gates Foundation itself isn't spared either. (1) Her message of the failing of testing and of sacred cows like charter schools has been resonant. Her book is in its 7th printing in 3 months. (1,2,3,4) This critique of the current system is that 3rd thing that has been bothering me. I think I also really like Ravitch because she is a historian of educational policy. So what do I want right? I want us and by us I mean the people who frequent ASTD, ISPI, and the  eLearning Guild events, the people who populate #lrnchat, and the people who are charged with using emerging technologies to teach and train..I want us to consider the tools we are propagating. The systems we are perpetuating. The theories and paradigms we use to bolster our plans. These tools, these ideas, these systems, become embedded in our world view since we are indoctrinated in them since childhood. What's the joke about 'who invented water?' 'I don't know but I bet it wasn't fish.' Too true.
We need to critically examine all of this. We need to understand that there is no such thing as a neutral tool. That the creation of every tool is embedded in a cultural context, a milieu of meaning that we must consider when we consider its use. We must learn to not think outside the box but think outside the system. Kill the next button. Kill the idea that no one can fail compliance training but we don't really give a damn if it actually changes behavior or performance by one iota. Kill the idea that taking a course all the way through once and passing produces some sort of meaningful pattern of memory. What would you do if you had a blank slate?
 ....course, that's just my opinion. I could be wrong. (apologies to Dennis Miller)
Continue Reading »

Saturday, July 3, 2010

Obama announces $2 billion for solar power (AP) - 1 hour ago
AP - President Barack Obama announced Saturday the awarding of nearly $2 billion for new solar plants that he said will create thousands of jobs and increase the country's use of renewable energy sour...
Continue Reading »
Paris Hilton marijuana charges dropped in SAfrica (AP) - 2 hours ago
AP - Socialite Paris Hilton took some of the spotlight from the World Cup after she was arrested on suspicion of possession of marijuana, then had the case dropped at a midnight court hearing.
Continue Reading »
pink-and-blue-heterosexual-gender-symbols1Things are about to change big time for Bradley Cooper, a 16-year-old British boy from Hull, East Yorkshire. Hold your horses – it’s definitely not the Bradley Cooper that has made it big in Hollywood. This Bradley Cooper actually calls himself Ria, and he has been dressing (and behaving) like a girl since he was 12 years old.
Recently, he was informed that he can undergo a sex change operation costing £10,000. Even better news for the teenager is that the local NHS trust will be paying for the whole thing. The operation will take place anytime in the next year and a half, and this will make Bradley (Ria) they youngest patient in Britain to undergo the procedure. Prior to him, the youngest case was Angel Paris-Jordan, who was almost 18 when she had the procedure done.
Naturally, this decision by the NHS has given rise to a lot of controversy. For one, the issue of sex change has never been widely accepted. There are still a lot of camps who are thoroughly opposed to the idea of homosexuality, much more sex change. Another reason that this story has ruffled a lot of feathers is that the government will be paying for the operation. It is not surprising to hear opinions such as that NHS money can be put to better use.
And what does Ria have to say about that? “I know people might say horrible things like the money could be better spent on other things. But this is my life, and it won’t be worth living unless I have that operation.”
Continue Reading »

Young people today probably do not know who P.T. Barnum is, but those from an older generation will still remember how he thrilled America AND England with his freak shows. P.T. Barnum made a name for himself in both countries by showcasing the most freakish things you’ve ever seen – during those times, at least. The funny thing is that many – if not most – of his “features” were merely tricks!
No one can deny his genius, though. And, to celebrate his life and work, an exhibit is being held at the Western Bank Library Exhibition Gallery until the 27th of May. More information from the Seattle PI blog:
The exhibit, Humbug! Celebrating 200 Years of P.T Barnum, showcases original posters, handbills, and memorabilia used by the famed entertainer to promote his shows over 100 years ago. It celebrates the trickster who took America and England by storm with his collection of real and invented freakish attractions. The curator of the exhibit, Professor Vanessa Toulmin, Director of the NFA, is pleased to have the chance to show off many one-of-a-kind items from her collection: “The archive material on display is usually all in boxes behind the scenes, so it’s a fantastic opportunity to see around 100 items from the depths of our archive.” When asked to explain the magic of Barnum she replies: “He’s probably the world’s greatest showman. He created what we know today as PR/marketing and showmanship. Everything I’ve ever thought of, he did it!”
Indeed, P.T. Barnum’s skill and talent as a showman has probably not been surpassed by anyone in this century. Taking the era and the extent of his achievements into consideration, this is no mean feat! So if you find yourself in the area between now and May, do go and take a look at the collection; and, discover P.T. Barnum and why he captured the people of his time.
Continue Reading »

সমর্থক হওয়া ভাল তাই বলে অন্ধ সমর্থক নয়




পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খুব বাজে পারফর্মান্সের কারনেই হেরে গেছে।কিন্তু গতকাল থেকে আমাদের এই প্রিয় ব্লগে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে আওয়ামীলীগ বিএনপি সম্পর্ক।যা আমাদের কাম্য নয়।আমরা ব্লগে এসেছি পর কে আপণ আর দূরকে নিকট করতেই।ভীন দেশী দলের সাপোর্টার হিসেবে একে অন্যের অনুভুতিতে ঘা মারতে নয়।আর যে কথা না বললে নয় তা হল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে প্রায় দিয়ে দিচ্ছিল ঘানা।দূর্ভাগ্য ক্রমে তারা হেরে গেছে।অথচ আমরা আজো বিশ্বকাপের মাঠে পা রাখার যোগ্যতা অর্জণ করতে পারলামনা।ষোল কোটির নয় কোটি মানুষের মধ্যে থেকে বের হলনা বাইশ খানা পা! কি লজ্জা!

তাই আসুন আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক হয়ে চুলোচুলি কিংবা একে অপরকে কথার বানে জর্জরিত না করে আমরা বরং সবাই একই সঙ্গে গলা মিলিয়ে হাত পা ছুঁড়ে কাঁদি।
Continue Reading »