Like us on Facebook

Powered By bloggadda

Friday, July 27, 2012

বাংলাদেশের মোবাইল অপারেটরদের বোনাস অফারের ফাঁদ.......

আমি প্রধানত জিপি সংযোগ ব্যাবহার করি।ইন্টারনেট ব্যাবহার করি এয়ারটেল এ।সেদিন দোকানে গেলাম লোড করার জন্য।৫২০টাকা রিচার্জ করব।দোকানদার বলল ”৯৯ টাকা করে রিচার্জ করুন ২০০% বোনাস পাবেন।” আমি বললাম ঠিক আছে ওভাবেই দিন।টাকা রিচার্জের পর দেখলাম সব টাকাই বোনাস একাউন্টে চলে গেছে।কিন্তু একাউন্টের মেয়াদ বাড়েনি।অথচ আগের দিন আমার একাউন্টের মেয়াদ শেষ হয়ে গিয়ে ছিল।ফলে কাস্টমার কেয়ারে ফোন দিব সেটিও সম্ভব হলনা।আবার ১০০ টাকা রিচার্জ করলাম।কাস্টমার কেয়ারে ফোন দিলাম বলল “ইন্টারনেট প্যাকজের টাকা বোনাস থেকই কেটে নিবে।৯৯+১০১টাকা মোট ২০০টাকা বোনাসে যোগ হবে ।” যাক তাহলে তো সমস্যা নেই!যাহোক কল করতে গিয়ে দেখি আর এক ঝামেলা,৯১ পয়সার জায়গায় কাটছে ১ টাকা ৪৪ পয়সা।আমার সংযোগটি একরেট করাছিল।পরে জানতে পারলাম এই বোনাস অফারে ৭৯পয়সা বা তারচেয়ে কম কলরেট প্রযোজ্য নয়!!!!!! আবার মেয়াদ ১০দিন!!!১০দিন পর বোনাস ব্যালেন্স ০০হয়ে যাবে!!! আপনারাই বলুন এটা বোনাস অফার নাকি চিটিং অফার???

318 comments

«Oldest   ‹Older   401 – 318 of 318   Newer›   Newest»
«Oldest ‹Older   401 – 318 of 318   Newer› Newest»